/anm-bengali/media/media_files/2025/04/20/PAZeIMpDlIwtMEdEevZ0.png)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে আজ, শুক্রবার, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ জনসভা হলেও, সেই সভায় অনুপস্থিত থাকছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সকালের দিকেই তাঁকে দিল্লি রওনা হতে দেখা যায়, আর তাতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। এমন এক দিনে, যখন স্বয়ং প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন প্রচারে, তখন দিলীপ ঘোষের এই ‘অন্যত্র যাত্রা’ বিজেপির অভ্যন্তরীণ অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।
কলকাতা বিমানবন্দরে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “কর্মীরা ডেকেছিলেন, তাই হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টিও চায় না আমি যাই। যাতে অস্বস্তি না হয়, তাই যাচ্ছি না।” তাঁর এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আগুনে ঘি ঢেলে দেয়। তাহলে কি তিনি দুর্গাপুরের সভা এড়িয়ে যাচ্ছেন ‘অস্বস্তি’ এড়াতেই? এই প্রশ্নের উত্তরে দিলীপ স্পষ্ট বলেন, “দিল্লিতে পার্টিরই বিশেষ কাজে যাচ্ছি।”
জানা যাচ্ছে, শুক্রবার দুপুর একটার সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠক রয়েছে দিলীপ ঘোষের। তবে ঠিক কী নিয়ে আলোচনা হবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/Ay5dGHvWCsmlmDraKXCj.png)
উল্লেখযোগ্যভাবে, বৃহস্পতিবার তিনি সোশ্যাল মিডিয়ায় মোদীর সভার প্রচারও করেন এবং লেখেন, “আমরা থাকছি, আপনিও আসুন।” কর্মীদের ডাকে সভায় যাওয়ার বার্তাও দেন। তাই আচমকা দিল্লি যাওয়াকে ঘিরে গুঞ্জন তুঙ্গে। তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার বিষয়টি কটাক্ষ করে বলেন, “এই রাজ্যে বিজেপির অবস্থা এত করুণ যে মোদীর সভার চেয়েও বড় খবর হয়ে উঠেছে দিলীপ ঘোষ যাচ্ছেন কি না! এতটাই ভাঙা পার্টি যে এটা এখন সার্কাস পার্টির মতো।”
দীর্ঘদিন ধরেই দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপির সম্পর্ক ঠান্ডা হয়ে রয়েছে। রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য পরিস্থিতি স্বাভাবিক করতে বৈঠকও করেছেন দিলীপের সঙ্গে। সেখানেও দিলীপ ঘোষণা করেছিলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে আজ দিল্লি যাওয়ার আগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পার্টিও হয়তো তাঁকে সভায় চায়নি।
প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দিলীপ ঘোষ যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে। তবে মোদীর সভার দিনই কেন সেই ডাকা পড়ল, তা নিয়ে দলের অন্দরে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন দেখার, দিল্লি থেকে ফিরে দিলীপ কী বলেন এবং বিজেপির অন্দরের এই চাপানউতোর কোথায় গিয়ে ঠেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us