“দল হয়তো চায় না আমি মোদির সভায় থাকি!” — দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় রাজনীতি

দিল্লিতে গিয়েও বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা হল না দিলীপ ঘোষের।

author-image
Tamalika Chakraborty
New Update
dilip

নিজস্ব সংবাদদাতা: মোদির জনসভার দিনই রাজধানী দিল্লিতে পৌঁছলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার সকালেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। কিন্তু সেখানে পৌঁছে জে পি নাড্ডার বাসভবনে গিয়েও কার্যত হতাশ হয়ে ফিরে আসেন। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন বিজেপি সর্বভারতীয় সভাপতির বাসভবন থেকে। কারণ? বাড়িতে অনুপস্থিত ছিলেন জে পি নাড্ডা। পরে দিলীপ জানান, বিকেলে নাড্ডার সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে জল্পনা আরও তীব্র আকার নিয়েছে। মোদির সভার মতো গুরুত্বপূর্ণ দিনে দিলীপ ঘোষের রাজ্যে না থাকা, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণভাবে, প্রধানমন্ত্রীর সভায় অনুপস্থিত থাকা, রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে, দিলীপের বক্তব্যেই বিষয়টি আরও জটিল হয়েছে।

এয়ারপোর্টে দিল্লি যাওয়ার আগে দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, “আমি প্রধানমন্ত্রীর সভায় গিয়ে দলের অস্বস্তি বাড়াতে চাই না। কর্মীরা আমন্ত্রণ জানালেও, দল হয়তো চায় না আমি সেখানে থাকি।” তাঁর এই মন্তব্য থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজ্য বিজেপির অভ্যন্তরীণ টানাপোড়েন এখন চরমে।

Jp nadda

প্রসঙ্গত, কয়েকদিন আগেই তিনি বলেছিলেন—“দুর্গাপুরে স্থানীয় কর্মীরা আমাকে ডেকেছেন, কিন্তু রাজ্য নেতৃত্ব কোনও যোগাযোগ করেনি। প্রধানমন্ত্রীর মঞ্চে সবাই বসতে পারে না, দর্শক হিসেবে ভাষণ শুনতে অনুমতি লাগে না।” তবু শেষমেশ তিনি সভায় গেলেন না।

দলনেতৃত্বের সঙ্গে দূরত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা চাওয়ার বার্তা, আর মোদির সভা বয়কট—এই তিনের সমন্বয় রাজনৈতিকভাবে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এখন দেখার, বিকেলে জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে কী হয় এবং দিলীপ ঘোষ কী বার্তা দেন।