বিধবা বৌদিকে হেনস্তার অভিযোগ! জেলে সেই বৌদিকে বিয়ে করল দেওর, বরযাত্রী সাজলেন কয়েদিরা

বিহারের মধুবনী জেলার জেলে বিধবা বৌদিকে বিয়ে করলেন দেওর।

author-image
Tamalika Chakraborty
New Update
marriage

নিজস্ব সংবাদদাতা: বিহারের মধুবনী জেলে একটি বিরল ও অদ্ভুত ঘটনা ঘটেছে। এখানে কারাগারকে সাময়িকভাবে বিয়ের স্থান হিসেবে ব্যবহার করা হয়েছে। অভিযুক্তের বিধবা বৌদির সঙ্গে বিবাহ সম্পন্ন হয় এবং বন্দিররাও ‘বরযাত্রী’ হিসেবে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করা হয় জেলার প্রশাসনের তত্ত্বাবধানে।

jail-prison-1

 এই বিয়ে একটি বৈধ প্রক্রিয়ার অংশ হিসেবে করা হয়েছিল। অভিযুক্ত পাটনা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। আদালত নির্দেশ দিয়েছিল যে, নিচু আদালত বিবাহটি যাচাই করুক এবং তারপর জামিন মঞ্জুর করা হবে। এরপর অভিযুক্ত স্থানীয় আদালতে গিয়ে বিবাহ করার অনুমতি চেয়েছিলেন। অনুমোদন পাওয়ার পর, জেলা কর্তৃপক্ষ কারাগারে বিবাহ অনুষ্ঠান আয়োজন করেন।

এই ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জেলায় অসাধারণ অনুষ্ঠান, আদালতের অনুমতি ও প্রশাসনের সহযোগিতা।