/anm-bengali/media/media_files/2025/08/17/delivery-boy-q-2025-08-17-22-24-27.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকায় এক ব্যক্তি ওষুধ পৌঁছে দিতে আসা এক ডেলিভারি বয়ের ওপর এয়ারগান দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে যখন ওই ব্যক্তি তার দরজায় বারবার ঘণ্টা বাজানোয় বিরক্ত হয়ে যান।
পুলিশ জানিয়েছে, সৌরভ কুমার অবিনাশ কুমার সিং নামের ওই ৩৫ বছরের ব্যক্তি ফোনে ওষুধ অর্ডার করেছিলেন। কিন্তু পরে তিনি দাবি করেন, ওষুধ ভুল এসেছে এবং তিনি সেটি নিতে চান না। এ নিয়ে তাঁর সঙ্গে ডেলিভারি বয়ের তর্ক বাধে। তখন হঠাৎ রাগের মাথায় তিনি এয়ারগান দিয়ে আকাশে গুলি চালান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হয়নি। ডেলিভারি বয় অভিযোগ করার পর পুলিশ উভয়কেই থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তদন্তে সিং স্বীকার করেছেন যে তিনি ওষুধ অর্ডার করেছিলেন, তবে ডেলিভারি বয়ের বারবার ঘণ্টা বাজানোয় বিরক্ত হয়েই তিনি এয়ারগান বের করে গুলি ছোঁড়েন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us