আর জল ছাড়বে না ভারত? সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল্লির

সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল দিল্লি।

author-image
Tamalika Chakraborty
New Update
indus river


নিজস্ব সংবাদদাতা: সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের নতুন আবেদনে কড়া জবাব দিল ভারত। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ১৯৫০-এর দশকে স্বাক্ষরিত এই পুরনো চুক্তির শর্তাবলি এখন আর প্রাসঙ্গিক নয়। বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে নতুন চুক্তি করা হবে।

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দিল্লি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না, তবে দেশের প্রাপ্য জল ভারত যথাযথভাবে গ্রহণ করবেই। পাকিস্তানের “নিপীড়িত ভুক্তভোগী” ভাবমূর্তি তুলে ধরার চেষ্টারও তীব্র বিরোধিতা করেছে ভারত। শাসক দলের মতে, বিগত সাত দশকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি আমূল বদলে গেছে, তাই পুরনো চুক্তির ভিত্তিতে আর আলোচনার সুযোগ নেই।

indus waterindus water

এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “ভারত আর কোনওভাবেই ওই পুরনো কাঠামোতে আবদ্ধ থাকবে না। আমরা আমাদের অধিকার নিয়ে কোনও আপস করব না।”