নিজস্ব সংবাদদাতা: শনিবার ও রবিবারের মধ্যরাতে, রাত ১১.৩০টা থেকে ১টা পর্যন্ত, দিল্লির অন্যতম ব্যস্ত বাজার সরোজিনী নগরে চালানো হল উচ্ছেদ অভিযান। নতুন দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (NDMC)-এর এই পদক্ষেপে বুলডোজার নিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়া হয়, যার ফলে ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীরা।
এনডিএমসি দাবি করছে, এই অভিযান তাদের চলমান 'অবৈধ দখল মুক্ত' কর্মসূচির অংশ। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কোনও পূর্ব নোটিশ ছাড়াই আচমকা এই হামলা চালানো হয়েছে। দোকানের বৈধ ছাউনিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রায় ১৫০ দোকানে ভাঙচুর হয়েছে বলে জানা গেছে। দোকানের সাইনবোর্ড, সামনের এক্সটেনশন, এমনকি টিনের ছাউনিও উপড়ে ফেলা হয়েছে। অনেক দোকানদার বলছেন, বৈধ অনুমোদন থাকা সত্ত্বেও তাদের দোকানেও বুলডোজার চালানো হয়েছে।
একজন ক্ষুব্ধ দোকানদার বলেন, “এটা উচ্ছেদ নয়, এটা সন্ত্রাস! রাতে যখন বাজার বন্ধ, তখন ঢুকে দোকান গুঁড়িয়ে দিল! আমরা কি চোর নাকি?”
বাজার কমিটি ও ব্যবসায়ীদের একাংশ এই ঘটনাকে বেআইনি ও জনবিরোধী বলে আখ্যা দিয়েছেন। তাঁদের অভিযোগ, এই ধরণের অভিযান ব্যবসার পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে এবং দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তৈরি দোকান রাতারাতি মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এনডিএমসির ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us