New Update
নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রধান বিচারপতি বি. আর. গাভাই সোমবার এক শুনানিতে মন্তব্য করেছেন, “দিল্লিতে যদি মাত্র দুই ঘণ্টা বৃষ্টি হয়, পুরো জাতীয় রাজধানী অচল হয়ে যায়।” এই মন্তব্য তিনি করেন কেরালার ত্রিশূর জেলার জাতীয় সড়ক ৫৪৪–এর টোল সংগ্রহ নিয়ে মামলার শুনানির সময়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ZfZmkdBIWndytEyG4btJ.jpg)
জাতীয় সড়কের খারাপ অবস্থার কারণে কেরালা হাইকোর্ট ওই রাস্তায় টোল আদায় সাময়িকভাবে বন্ধ করে দেয়। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) সুপ্রিম কোর্টে যায়।
শুনানির সময় সড়কের খারাপ অবস্থা ও টোল আদায়ের বৈধতা নিয়ে দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট রায় ঘোষণার জন্য মামলাটি সংরক্ষণ করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us