টানা দুই দিনের বৃষ্টির পর আজও ভারী বর্ষণের আশঙ্কা,রাজ্য জুড়ে সতর্কতা জারি

দিল্লি ও তার পার্শ্বর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Yamuna aaa

নিজস্ব সংবাদদাতা: জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। ইতিমধ্যেই লখনউ আবহাওয়া কেন্দ্র নোয়ডা ও গাজিয়াবাদসহ আশপাশের জেলাগুলোর জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

সতর্কতায় বলা হয়েছে, গৌতম বুদ্ধ নগর জেলায় আজ প্রবল বর্ষণ হতে পারে। অন্যদিকে, গাজিয়াবাদে ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

heavy rain in mumbai

জেলার প্রশাসন জানিয়েছে, আজ ৩ সেপ্টেম্বর নোয়ডা ও গাজিয়াবাদের সব স্কুল বন্ধ থাকবে। অভিভাবকদের স্থানীয় কর্তৃপক্ষ ও বিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে, যাতে পুনরায় স্কুল খোলার সময়সূচি সম্পর্কে আপডেট পাওয়া যায়।

সোম ও মঙ্গলবার দিল্লি-এনসিআরে টানা বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা ও যানজট তৈরি হয়েছিল। নোয়ডার ৬২ ও ১৮ নম্বর সেক্টর এবং গ্রেটার নোয়ডার একাধিক এলাকায় পানি জমে রাস্তাঘাট অচল হয়ে পড়ে। এতে অফিসগামীদের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হয়।