কেন পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল? প্রশ্ন তুললেন দিল্লির মন্ত্রী

দিল্লির মন্ত্রী অতীশি বলেছেন, "অরুণ গোয়েলের নিয়োগ রক্ষার জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল। বিজেপি নেতৃত্বাধীন সরকার তাঁকে কী করতে বলেছিলেন, যার জন্য তিনি পদত্যাগ করলেন?"

New Update
delhi minister atishi .jpg

নিজস্ব সংবাদদাতা:  AAP নেত্রী এবং দিল্লির মন্ত্রী অতীশি বলেছেন, "লোকসভা নির্বাচনের ঘোষণার কয়েকদিন আগে নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগ করেন। যাঁর মেয়াদ ছিল ২০২৭ পর্যন্ত। তিনি গতকাল পদত্যাগ করেছেন। তিনি সেই  নির্বাচন কমিশনার যাঁকে বিজেপি নিয়োগ করেছিল।

atishi

তাঁর নিয়োগের চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে পৌঁছেছিল। তখন শীর্ষ আদালত এমনকী জিজ্ঞাসা করেছিল, এত তাড়া কীসের? অরুণ গোয়েলের নিয়োগ রক্ষার জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল। সেই ব্যক্তি পদত্যাগ করেছেন। গোটা জাতি একটাই প্রশ্ন করছে, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাঁকে কী করতে বলেছিল যাতে তিনি  পদত্যাগ করতে বাধ্য হলেন?"

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg