করাওয়াল নগরে রক্তাক্ত সকাল—ঘরের ভেতর মিলল মা ও দুই সন্তানের মৃতদেহ

দুই সন্তান ও স্ত্রীকে খুন করে পালানোর সময় গ্রেপ্তার দিল্লির যুবক।

author-image
Tamalika Chakraborty
New Update
delhi man a


নিজস্ব সংবাদদাতা: দিল্লির করাওয়াল নগর এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। নিজের স্ত্রী ও দুই কন্যাশিশুকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে প্রদীপ কাশ্যপ নামে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মুকুন্দ বিহার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ড ঘটেছে শুক্রবার গভীর রাতে নিজের বাড়িতেই। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা দাম্পত্য কলহই সম্ভবত এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারণ। তবে এখনো চূড়ান্ত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।

arrested a

উত্তর-পূর্ব জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) আশীষ মিশ্র জানিয়েছেন, ৯ আগস্ট সকাল প্রায় ৭টা ১৫ মিনিটে করাওয়াল নগর থানায় খবর আসে যে এক বাড়িতে তিনজনের মরদেহ রয়েছে। পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ২৮ বছর বয়সী এক নারী ও তার দুই মেয়ে—যাদের বয়স মাত্র ৭ ও ৫ বছর—নিজেদের ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে আছে।

এই মর্মান্তিক ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, আর প্রতিবেশীরা হতবাক এই নৃশংসতা দেখে।