New Update
নিজস্ব সংবাদদাতা: রবিবার সন্ধ্যায় দিল্লির ওপর দিয়ে চলা ধুলোঝড় ও ঝোড়ো হাওয়ার জেরে রায়পুর থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমান নামতে পারেনি।
বিমান নম্বর ছিল 6E 6313। বিমানটি যখন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার জন্য একদম প্রস্তুত, ঠিক তখনই তীব্র ধুলোঝড় ও প্রবল হাওয়া শুরু হয়। পাইলট শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন ল্যান্ডিং না করিয়ে আকাশেই কিছু সময় অপেক্ষা করার, যতক্ষণ না পরিস্থিতি ঠিক হয়।
/anm-bengali/media/media_files/2025/06/01/4qQpaZP8A1CZpWS6bdwx.jpg)
আবহাওয়ার উন্নতি হওয়ার পর বিমানটি নিরাপদে অবতরণ করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us