মার্কিন মাটি থেকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পারমাণবিক হুমকি! কড়া জবাব দিল দিল্লি

মার্কিন মুলুক থেকে ভারতের বিরুদ্ধে পাক সেনাপ্রধান পরমাণু হামলার হুমকি দেয়। ঘটনায় তীব্র প্রতিবাদ করে ভারত।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan army chief  a

নিজস্ব সংবাদদাতা: সোমবার ভারত তীব্র ভাষায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক হুমকির নিন্দা করল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান বরাবরই এমন ‘পারমাণবিক তলোয়ার ঝাঁকানো’ (nuclear sabre-rattling) কৌশল ব্যবহার করে থাকে, যা তাদের পরিচিত পুরনো অভ্যাস।

PAKISTAN ARMY CHIEF

মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় পাকিস্তানের সেনাপ্রধান বার বার বলেছেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং যদি ভারতের কাছ থেকে ‘অস্তিত্বের হুমকি’ আসে, তবে তারা ‘অর্ধেক বিশ্বকে ধ্বংস’ করে দেবে। জানা যাচ্ছে, মার্কিন মাটি থেকে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে এই প্রথম এমন প্রকাশ্য পারমাণবিক হুমকি দেওয়া হল।

বিদেশ মন্ত্রক বলেছে, এই ধরনের মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও বিপজ্জনক।