নিজস্ব সংবাদদাতা: লন্ডনে ২৪ বছরের তরুণী হর্ষিতা ব্রেলার মৃত্যুর ঘটনায় তদন্ত আরও জটিল হয়েছে। লন্ডন পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, হর্ষিতার স্বামী তাঁকে হত্যা করেছে। এই প্রসঙ্গে দিল্লিতে হর্ষিতার পরিবার সরব হয়েছেন। দিল্লিতে হর্ষিতার দিদি সোনিয়া দাবাস বলেছেন, “ এই ঘটনার তদন্তের বিষয়ে সরকার আমাদের কোনো আপডেট দেয়নি। আমরা বলে আসছি যে সে (অভিযুক্ত) ভারতে আছে কিন্তু কেউ আমাদের কথা শুনছে না। সরকার কয়েক সপ্তাহের মধ্যে এই মামলার সমাধান করতে পারে। অন্যদিকে, ব্রিটেন সরকার বলছে যে অভিযুক্ত দেশ ত্যাগ করেছেন এবং অন্য সরকার জড়িত থাকবে। এটি কেবল মামলাটিকে জটিল করে তুলবে।”
VIDEO | Family of Delhi-based Harshita Brella, the 24-year-old found dead in a car boot in east London recently, have called for justice as the UK police continue to hunt for her husband as a suspect in her murder and renewed their appeal for information on Tuesday.
— Press Trust of India (@PTI_News) November 22, 2024
“The… pic.twitter.com/3n2o9XPLf4
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us