একবেলার বৃষ্টিতেই ধসে পড়ল ছাউনি! দিল্লি বিমানবন্দরে ফের বিপর্যয়

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ‘মেমব্রেন’ ছাউনি ধসে গেল প্রবল বৃষ্টিতে।

author-image
Tamalika Chakraborty
New Update
delhi airport

নিজস্ব সংবাদদাতা: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বিপর্যয়। শনিবারের ভারী বৃষ্টিতে টার্মিনাল এলাকায় ভেঙে পড়ল নতুন ‘মেমব্রেন’ ছাউনি। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

প্রসঙ্গত, মাত্র এক বছর আগে এই বিমানবন্দরে পুরনো ভারী ছাদ ধসে মৃত্যু হয়েছিল এক গাড়িচালকের। সেই ঘটনার পরে পুরনো নির্মাণ ভেঙে নতুন ডিজাইন–মডেল অনুসারে ‘লাইটওয়েট মেমব্রেন শেড’ বসানো হয়েছিল নিরাপত্তা ও ঝুঁকির কথা মাথায় রেখেই। তবে এবার সেই নতুন ছাউনিও টিকল না।

delhi rains.jpg

রবিবার সকালে বৃষ্টিপাত শুরু হওয়ার কিছুক্ষণ পরেই টার্মিনাল এলাকায় বিকট শব্দ হয়। জানা যায়, তীব্র জলের চাপে ছাউনি ভেঙে পড়ে যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, "কোনও যাত্রী বা কর্মী আহত হননি। ঘটনাস্থল দ্রুত খালি করে ফেলা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।"