মানুষ প্রাতরাশ করতে যত সময় নেয়, ততক্ষণে আপনারা শত্রুপক্ষকে খতম করে দেন! ভুজে বিস্ফোরক প্রতিরক্ষা মন্ত্রী

ভুজ এয়ারবেসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বায়ু সেনার ভূয়শী প্রশংসা করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
aaaa

নিজস্ব সংবাদদাতা: গুজরাট সফরে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।  ভুজ এয়ারবেসে তিনি বায়ুসেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, "আমার মতে এটা বলা ভুল হবে না যে মানুষ প্রাতরাশ করতে যে সময় নেয়, সেই সময়ে আপনারা শত্রুদের মোকাবিলা করার জন্য ব্যবহার করেছ। শত্রুদের দেশে গিয়ে তুমি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছ। এর প্রতিধ্বনি কেবল ভারতের সীমান্তে সীমাবদ্ধ ছিল না, পুরো বিশ্ব তা শুনেছে। সেই প্রতিধ্বনি শুধু ক্ষেপণাস্ত্রের নয়, বরং তোমার বীরত্ব এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের বীরত্বেরও।"

rajnathhui2.jpg