শুধু একজন নার্স নয়, গোটা দেশের লড়াই, ইয়েমেন থেকে দেশে ফেরার আশায় নিমিষা প্রিয়া

কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত হয়েছে ইয়েমেনে।

author-image
Tamalika Chakraborty
New Update
nimisha priya a

নিজস্ব সংবাদদাতা: ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরলের নার্স নিমিষা প্রিয়ার ফাঁসি আপাতত স্থগিত করা হয়েছে—এমন খবরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশজুড়ে অসংখ্য মানুষ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একে "স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক" বলেও উল্লেখ করেছেন।

মুখ্যমন্ত্রীর মতে, এই অতিরিক্ত সময়ই হতে পারে নিমিষার প্রাণ বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ মোড়। তাঁর কথায়, "ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরলের নার্স নিমিষা প্রিয়ার ফাঁসি স্থগিত হওয়ার খবর অত্যন্ত সান্ত্বনাদায়ক ও আশাজাগানিয়া। এই সিদ্ধান্ত নিমিষাকে আরও কিছু সময় দিয়েছে, যাতে তাঁর সাজা রদ করার জন্য আমরা আরও চেষ্টা করতে পারি।"

pinrai bijayan.JPG

মুখ্যমন্ত্রী তাঁর বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন যে এই অগ্রগতির নেপথ্যে ছিল কান্তপুরম এপি আবুবকর মুসলিয়ার-এর গুরুত্বপূর্ণ ভূমিকা। ধর্মীয় স্তরে তাঁর হস্তক্ষেপ এবং আলোচনার ফলেই ইয়েমেন প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত আসে বলে মুখ্যমন্ত্রীর দাবি।

নিমিষা প্রিয়ার মামলাটি বর্তমানে কেবল কেরল নয়, গোটা দেশের আবেগে ছুঁয়ে গেছে। দেশে ফেরার আশায় একবিন্দু আলো দেখছে তাঁর পরিবার। মুখ্যমন্ত্রীর এই বিবৃতি আরও একবার স্পষ্ট করে দিল, যে মানবিকতার লড়াই এখনও শেষ হয়নি।