New Update
/anm-bengali/media/media_files/6yCA89Ccx2uXnnNyO6SH.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের ফতেহপুর এলাকার এক সাড়া ফেলে দেওয়া ডাকাত গঙ্গা প্রসাদ। সম্প্রতি তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর দীর্ঘদিন ধরে চেপে রাখা ইচ্ছা পূরণ করলেন। একটা জ্যান্ত সাপকে চিবিয়ে খেলেন ডাকু গঙ্গা প্রসাদ। তারপরেই তিনি ক্যামেরার দিকে তাকিয়ে একটা ঠান্ডা হাসি দেন। স্থানীয় বাসিন্দারা বলেছেন, জেলে যাওয়ার আগে পর্যন্ত প্রায়ই তাঁকে সাপ ধরতে দেখা যেতো। একটি ভাইরাল হওয়া ভিডিওতে একটি সাপকে চিবিয়ে খেতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে।
सांप भी नहीं बच रहे यहां।
— Janmejay tiwari (@Janmejay2306) July 8, 2024
जिंदा सांप को खा ले रहा है यह आदमी।
यह है डकैत गंगा प्रसाद जो हाल ही में फतेहपुर जेल से छूटा है। pic.twitter.com/yxFCYM3ECI
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)