নিজস্ব সংবাদদাতা: মণিপুরে সাম্প্রতিক হিংসার জেরে জারি হওয়া কারফিউ আংশিকভাবে শিথিল করা হয়েছে। যার ফলে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থোউবাল, কাকচিং এবং বিষ্ণুপুর — এই পাঁচটি জেলায় প্রতিদিন সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণকে ঘরের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এই কারফিউ মণিপুরের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (Section 163)-এর অধীনে ৭ জুন রাতে জারি করা হয়। মেইতেই সংগঠন 'আরামবাই তেংগোল'-এর সেনাপ্রধানকে গ্রেপ্তারের পর রাজ্যজুড়ে অশান্তি ছড়িয়ে পড়ে। বিভিন্ন জেলায় প্রতিবাদ ও হিংসা শুরু হলে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করে।
/anm-bengali/media/media_files/2025/06/09/0pY7lbnbON7uLjPdQSik.jpg)
জেলা ম্যাজিস্ট্রেটদের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র জরুরি পরিষেবা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের উদ্দেশ্যে মানুষকে এই ১২ ঘণ্টার সময়ের মধ্যে চলাফেরার অনুমতি দেওয়া হয়েছে। তবে বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত সম্পূর্ণভাবে ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ থাকবে।