পাক প্রেম মানে কি দেশদ্রোহ? সিআরপিএফ জওয়ানের বরখাস্ত ঘিরে বিতর্ক

পাকিস্তানের মেয়েকে বিয়ে করে চাকরি হারালেন সিআরপিএফ জওয়ান।

author-image
Tamalika Chakraborty
New Update
অশান্ত উপত্যকা, আহত CRPF  জওয়ান

নিজস্ব সংবাদদাতা:  কাকার মেয়ে যিনি পাকিস্তানে থাকতেন, তাঁকে বিয়ে করায় চাকরি খোয়ালেন সিআরপিএফ জওয়ান আহমেদ। বিষয়টি নিয়ে এবার জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

আহমেদের অভিযোগ, কোনও তদন্ত বা শুনানি ছাড়াই, একেবারে স্বেচ্ছাচারী ও খেয়ালখুশিমতো তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে সিআরপিএফ কর্তৃপক্ষ। তাঁর দাবি, শুধুমাত্র নিজের কাকার মেয়েকে(যিনি পাকিস্তানের নাগরিক) বিয়ে করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে সিআরপিএফের তরফে জানানো হয়েছে, সংবিধানের ৩১১ নম্বর ধারা অনুযায়ী তাঁকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে। এই ধারাটি সরকারি কর্মচারীদের বরখাস্তের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে তদন্ত ছাড়াও কোনও কর্মীকে দেশবিরোধী কার্যকলাপ বা নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে সরানো যায়।

crpf jawan wife

সম্প্রতি আরও এক জওয়ানকে গোপন তথ্য পাচারের (চরবৃত্তি) অভিযোগে একইভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে সিআরপিএফ। ফলে এই ঘটনাও রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত জটিলতার সঙ্গে যুক্ত কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আহমেদ অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। এখন হাইকোর্ট কী রায় দেয়, তার দিকেই তাকিয়ে সকলে।