নিজস্ব সংবাদদাতা: সোমবার রাত আটটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি জঙ্গিদের বিরুদ্ধে জোড়াল বার্তা দেন। এই প্রসঙ্গে সিপিআই নেতা ডি রাজা বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত জাতি হিসেবে ঐক্যবদ্ধ। কিন্তু প্রধানমন্ত্রীর উচিত ছিল কিছু প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেওয়া। কীভাবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল? আমাদের দিক থেকে কী কী ত্রুটি ছিল? ভারত ও পাকিস্তানের মধ্যে কী বোঝাপড়া হয়েছে এবং এখানে আমেরিকা কী ভূমিকা পালন করেছে? সত্য কী? এরপর কী, কেউ জানে না।.আমাদের দল সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে আসছে, প্রধানমন্ত্রীকে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে হবে।"
/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
#WATCH | Delhi: On PM Modi's address, CPI leader D Raja says, " India as a nation stands united in the fight against terrorism...but PM should have answered certain pertinent questions...how the Pahalgam terror attack took place? What were lapses on our part?... How was… pic.twitter.com/9RybCrnJTk
— ANI (@ANI) May 13, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us