/anm-bengali/media/media_files/2025/09/01/protest-in-mumbai-2025-09-01-18-27-25.jpg)
নিজস্ব সংবাদদাতা: মারাঠা সংরক্ষণ আন্দোলন ঘিরে সোমবার কার্যত অচল হয়ে পড়ল মুম্বই শহর। আজাদ ময়দানে মনোজ জারাঙ্গে পাটিলের নেতৃত্বে আন্দোলন শুরু হতেই হাজার হাজার সমর্থক দক্ষিণ মুম্বইয়ে ভিড় জমান। এর জেরে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT), ফোর্ট, চার্চগেট থেকে মনত্রালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলি প্রায় থমকে যায়।
ডক্টর ডি.এন. রোড থেকে ক্রফোর্ড মার্কেট পর্যন্ত গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একমাত্র বিকল্প রুট ছিল জেজে ব্রিজ দিয়ে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অসহ্য যানজটে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/AcbxmWHJcWUhKvVoVOsP.jpg)
জারাঙ্গে পাটিল ঘোষণা করেছেন, ১০ শতাংশ মারাঠা সংরক্ষণের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তিনি মুম্বই ছাড়বেন না। আন্দোলনের তীব্রতা দেখে হাই কোর্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। আদালত নির্দেশ দিয়েছে, মঙ্গলবারের মধ্যে জারাঙ্গে ও তাঁর সমর্থকদের সব রাস্তাই খালি করতে হবে।
আদালতের কড়া হুঁশিয়ারির পর এখন নজর, এই সংরক্ষণ আন্দোলন কী নতুন মোড় নেয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us