'সর্প দোষ' কাটাতে জিভ ও ঠোঁট কেটে নিজের সাত মাসের মেয়েকে বলি! মাকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেয়েকে খুন করার অপরাধে মাকে মৃত্যুদণ্ড দিল আদালত।

author-image
Tamalika Chakraborty
New Update
 child death .jpg

নিজস্ব সংবাদদাতা: 'সর্প দোষ' কাটাতে নিজের সাত মাসের শিশুর জিভ ও ঠোঁট করে  ভগবানের কাছে বলি দেয় এক মা। শুধু তাই নয়, নিজের স্বামীকেও পাথর দিয়ে মেরে হত্যার চেষ্টা করে। ঘটনায় হায়দরাবাদের আদালত ওই মহিলাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে। 

crime scene

জানা যায়,  ২০২১ সালে সর্প দোষ থেকে নিজেকে মুক্ত করতে নিজের সাত মাসের শিশুকে বলি দেয় ভারতী নামের এক মহিলা। সেই সময় ওই শিশুর জিভ ও ঠোঁট পর্যন্ত কেটে নেয় মহিলা। সেই সময় ভারতীর শ্বশুর ওই বাড়িতেই অন্যঘরে শুয়ে ছিলেন। তিনি  অসুস্থ ছিলেন। নাতনির কান্নার আওয়াজ শুনতে পেয়ে লাঠি হাতে ছেলের ঘরে যান। সেখানেই ভারতী পুজো করছিলেন। ঘর থেকে রক্তমাখা পোশাক পরে ভারতীকে বেরিয়ে আসতে দেখেন। ভারতী নিজে মুখে জানান, তিনি নিজের সন্তানকে দেবীর কাছে বলি দিয়েছেন। ভয় পেয়ে ভারতীর শ্বশুর প্রতিবেশীদের কাছে যায়। এরপর ভারতীর জেল হয়। জেল থেকে বের হওয়ার পর মনোবিজ্ঞানীর পরামর্শ নেয় ভারতীর স্বামী কৃষ্ণ। তাঁরা আবার একসঙ্গে থাকতে শুরু করেন। ২০২৩ সালে ভারতী তাঁর স্বামী কৃষ্ণকে বড় পাথর দিয়ে হত্যার চেষ্টা করে। পর পর এই দুই ঘটনাকে হায়দরাবাদের একটি আদালত বিরল থেকে বিরলতম ঘটনা বলে উল্লেখ করেছে। ভারতীর মৃত্যুদণ্ড দিয়েছে হায়দরাবাদের আদালত।