/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে অবশেষে ক্লিনচিট! দীর্ঘ তদন্তের পর এবার সিবিআই জানাল—কোনও প্রমাণ মেলেনি। সোমবার দিল্লির এক আদালত আনুষ্ঠানিকভাবে এই মামলার কার্যক্রম বন্ধ করে দিল।
আম আদমি পার্টির (AAP) নেতা ও দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা দায়ের হয়েছিল, সেই তদন্তে দীর্ঘ সময় কাটলেও শেষমেশ সিবিআই আদালতকে জানায়, তাদের কাছে অভিযুক্তের বিরুদ্ধে কোনও বিশ্বাসযোগ্য বা অপরাধমূলক প্রমাণ নেই।
এরপরই আদালত জানিয়ে দেয়, এই মামলার আর কোনও ভিত্তি নেই, ফলে তা বন্ধ করে দেওয়া হল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/04/aap-leader-satyendra-jain-2025-08-04-18-44-38.jpg)
এই রায় AAP শিবিরে স্বস্তি এনে দিয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুরু থেকেই এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। অবশেষে সত্য উদ্ভাসিত হল।
এই ঘটনায় দিল্লির রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিরোধীরা যেভাবে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছিল, সেই সবের ভিত্তি যে ভেঙে পড়ছে, তা একরকম স্পষ্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us