New Update
/anm-bengali/media/media_files/2025/07/14/jail-prison-1-2025-07-14-01-33-17.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার বোম্বে হাই কোর্ট এক বড় সিদ্ধান্তে ৩০ বছর বয়সী এক শ্রমিকের বিরুদ্ধে দেওয়া প্রতিরোধমূলক আটকাদেশ বাতিল করে দেয়। ওই শ্রমিকের বাড়ি পুনেতে। আদালত জানায়, আটকাদেশের কারণ ব্যাখ্যা করতে যে নথি দেওয়া হয়েছিল, তার ইংরেজি আর মারাঠি ভাষার সংস্করণে বড় ধরনের অমিল পাওয়া গেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/h1pyVfsd9EYy0zTdanHn.jpg)
বিচারপতি এ. এস. গাডকরি এবং বিচারপতি রণজিতসিংহ রাজা ভোঁসলে সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ে বলেন—এই দুই ভাষার নথিতে গরমিল থাকায় আবেদনকারীর মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিকভাবে নিজের পক্ষ উপস্থাপন করতে পারেননি। এর মাধ্যমে ভারতের সংবিধানের ২২(৫) অনুচ্ছেদ অনুযায়ী আবেদনকারীর অধিকার লঙ্ঘিত হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us