৫০০০ ছাড়াল করোনা! সত্যিই ভয় আছে, না হাসপাতালগুলোতে লোক দেখানো তৎপরতা?

সারা দেশে সক্রিয় করোনা আক্রান্ত ৫০০০ ছাড়াল।

author-image
Tamalika Chakraborty
New Update
corona virus

নিজস্ব সংবাদদাতা: দেশে আবার বাড়ছে করোনার সংক্রমণ। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬৪ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। কেরালায় ২ জন, পাঞ্জাবে ১ জন এবং কর্ণাটকে ১ জনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে কেরালায়, একদিনে ১৯২ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে সেখানে। এরপর রয়েছে গুজরাট (১০৭), পশ্চিমবঙ্গ (৫৮) ও দিল্লি (৩০)। এই চার রাজ্য মিলেই সারাদেশে নতুন সংক্রমণের বড় অংশের উৎস।

Coronavirus-Shutterstock-CMS

পরিস্থিতির দিকে নজর রেখে কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাসপাতালে মক ড্রিল শুরু করেছে, যাতে পরিস্থিতি খারাপ হলে প্রস্তুতি থাকে।

জনসাধারণের উদ্দেশ্যে বারবার সতর্ক বার্তা দেওয়া হচ্ছে—হাত ধোয়া, মাস্ক পরা ও প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলার জন্য।