আবার করোনার হানা! দেশে এক লাফে তিন গুণ আক্রান্ত, জারি সতর্কতা

এক সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সঙ্গে তিন গুন বেড়ে গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
corona virus

নিজস্ব সংবাদদাতা: ভারতে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ১৯ মে পর্যন্ত যেখানে দেশে মোট ৩২৭ জন সক্রিয় কোভিড আক্রান্ত ছিলেন, সেখানে তা এক সপ্তাহের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ১০০৯-এ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে।

Corona

সবচেয়ে দ্রুত সংক্রমণ বাড়ছে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে। কেরলে বর্তমানে সক্রিয় আক্রান্ত ৪২০ জন, মহারাষ্ট্রে ১০৪ জন, এবং দিল্লিতে আক্রান্তের সংখ্যা দ্রুত ঊর্ধ্বমুখী। এছাড়াও গুজরাটে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৩।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সংক্রমণের পিছনে রয়েছে করোনা ভাইরাসের নতুন দুটি উপধারা — NB.1.8.1 ও LF.7।যদিও এই ভ্যারিয়েন্টগুলিকে এখনও "অতি সংক্রামক" বা "বিপজ্জনক" তকমা দেওয়া হয়নি, তবুও স্বাস্থ্য দফতর এবং বিশেষজ্ঞরা বলছেন, "বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।"