/anm-bengali/media/media_files/3IBudazMPjItfDRS972i.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার বিরোধীদের ১৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখায় কংগ্রেস। শুক্রবার টুইটারে কংগ্রেসের তরফে একটি টুইট করা হয়। সেখানে কংগ্রেস বলে, 'সিপিপি চেয়ারপারসন সোনিয়া গান্ধী সংসদের বাইরে বিক্ষোভরত বিরোধী সাংসদদের সমর্থন করেন। সংসদে আওয়াজ তোলা অপরাধে পরিণত হয়েছে। সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা। এই গুরুতর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। উল্টো স্বৈরাচারী মনোভাব অবলম্বন করে সাংসদদের সাসপেন্ড করেছেন।'
CPP चेयरपर्सन श्रीमती सोनिया गांधी जी ने संसद के बाहर प्रदर्शन कर रहे विपक्ष के सांसदों का समर्थन किया।
— Congress (@INCIndia) December 15, 2023
संसद में आवाज़ उठाना गुनाह हो गया है। विपक्ष के सांसदों ने सदन की सुरक्षा में सेंध को लेकर सवाल पूछे।
PM मोदी और गृह मंत्री को इस गंभीर मुद्दे पर जवाब देना चाहिए था। इसके… pic.twitter.com/PAq4c0YBey
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us