এক্সিট পোল বিতর্কে অংশ নিচ্ছে না কংগ্রেস! সামনে এল আসল কারণ

লোকসভা নির্বাচনের এক্সিট পোল নিয়ে টেলিভিশন চ্যানেলে বিতর্কে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই প্রসঙ্গে মন্তব্য করেন কংগ্রেস নেতা পবন খেরা।

author-image
Tamalika Chakraborty
New Update
congress leader pawan.JPG

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, "অনুমান করার কী আছে? চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য কেন আমরা অর্থহীন জল্পনা-কল্পনায় লিপ্ত হব? এই ধরনের অনুমান ভিত্তিক কোনও খেলায় যোগ দেওয়ার উচিৎ নয়। আমরা জানি ৪ জুন কারা সরকার গঠন করতে চলেছে।"  লোকসভা নির্বাচনের এক্সিট পোল নিয়ে টেলিভিশন চ্যানেলে বিতর্কে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই প্রসঙ্গে মন্তব্য করেন কংগ্রেস নেতা পবন খেরা। 

bnhjmh,j

 tamacha4.jpeg