নিজস্ব সংবাদদাতাঃ ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "রাহুল গান্ধী যে 'শক্তি'র কথা বলছিলেন, আমি খোলাখুলিভাবে বলব যে আরএসএস এবং মনুবাদ রূপে মোদীজির এই শক্তি রয়েছে। এই শক্তিকে দিয়ে ওঁরা আমাদের পিষে ফেলতে চায়।"
/anm-bengali/media/media_files/60cVAh9NfDC7c9cNdJ1X.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)