সাংসদরাও আটকে! ইন্ডিগোর ৫০০+ ফ্লাইট বাতিলে সংসদে চাঞ্চল্য, মন্ত্রীকে তলব

ইন্ডিগোর বিপর্যয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ।

author-image
Tamalika Chakraborty
New Update
congress mp pramad tiwari.jpg

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিগোর ফ্লাইট বাতিলের ঝড় এবার পৌঁছে গেল রাজ্যসভায়। শুক্রবার জিরো আওয়ারে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বিষয়টি উত্থাপন করে তোপ দেগে বলেন, লাখ লাখ যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন কারণ গত কয়েকদিনে ৫০০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। তিনি বলেন, আজ শুক্রবার। শনি-রবিবার ছুটি থাকায় অনেক সাংসদই নিজের নিজের এলাকায় যান। সবার আগে থেকে বুক করা টিকিট থাকা সত্ত্বেও ফ্লাইট বারবার পিছিয়ে শেষে বাতিল করে দেওয়া হচ্ছে। এটা শুধু সাংসদদের সমস্যা নয়, গোটা দেশের যাত্রীদের সমস্যা।

indigo

প্রমোদ তিওয়ারি সরাসরি সরকারের একচেটিয়া নীতির দিকে আঙুল তুলে বলেন, সবকিছু এক-দুটো ব্যক্তির হাতে তুলে দেওয়ার ফলেই আজ এই অবস্থা। তিনি সভার মর্যাদার প্রশ্ন তুলে বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানান। সভাপতি তাঁর কথা মেনে নিয়ে সংসদীয় মন্ত্রীকে নির্দেশ দেন যেন বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে প্রস্তুত থাকতে বলা হয়। আগামী সোমবার সদনে এই বিষয়ে বিস্তারিত জবাব দেবেন মন্ত্রী। কংগ্রেসের অভিযোগ, সরকারের ভুল নীতির জন্যই দেশের বৃহত্তম এয়ারলাইন্স আজ এই বিপর্যয়ের মুখে পড়েছে এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।