নিজস্ব সংবাদদাতা: বিহার ভোটকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মহাজোটের প্রচারে মানুষের ঢল দেখিয়ে জয় নিশ্চিত বললেন কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি তাঁর দাবি, পরিবর্তনের হাওয়া বইছে বিহারে, আর সেই হাওয়ায় সামনে আসছে গদির পালাবদল।
ইমরান বলেন, “মহাজোটের প্রার্থীদের সভায় জনসমুদ্র। মানুষ পরিবর্তন চাইছে। আমি নিশ্চিত, ১৪ নভেম্বর বিহারে মহাগঠবন্ধনের সরকার জন্ম নেবে এবং তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী বানাবে বিহারের মানুষ।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/07/L4RQIuoqOVIvrdikoA8l.jpeg)
তাঁর কথায় স্পষ্ট—ভোটের চূড়ান্ত লড়াইয়ে আত্মবিশ্বাসের চূড়ায় মহাজোট। তেজস্বীর জনপ্রিয়তা আর যুব নেতৃত্বকে হাতিয়ার করে বিজেপি-জেডিইউ জোটকে সরাতে চাইছে তারা।
যদিও এনডিএ শিবির বলছে সম্পূর্ণ উল্টো কথা। দুই শিবিরই জয়ের সুর তুলেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দেবে EVM আর বিহারের জনতা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ—রাজনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে হাইভোল্টেজ সময়।
বিহার নির্বাচন: “তেজস্বীই হবেন মুখ্যমন্ত্রী” — জনসমর্থনে উচ্ছ্বসিত ইমরান প্রতাপগড়ি
কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি দাবি, মহাজোটের জনসমর্থন অসাধারণ, ১৪ নভেম্বর বিহারে তেজস্বী যাদবের নেতৃত্বেই গঠিত হবে সরকার। পড়ুন বিস্তারিত বিশ্লেষণ।
নিজস্ব সংবাদদাতা: বিহার ভোটকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মহাজোটের প্রচারে মানুষের ঢল দেখিয়ে জয় নিশ্চিত বললেন কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি তাঁর দাবি, পরিবর্তনের হাওয়া বইছে বিহারে, আর সেই হাওয়ায় সামনে আসছে গদির পালাবদল।
ইমরান বলেন, “মহাজোটের প্রার্থীদের সভায় জনসমুদ্র। মানুষ পরিবর্তন চাইছে। আমি নিশ্চিত, ১৪ নভেম্বর বিহারে মহাগঠবন্ধনের সরকার জন্ম নেবে এবং তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী বানাবে বিহারের মানুষ।”
তাঁর কথায় স্পষ্ট—ভোটের চূড়ান্ত লড়াইয়ে আত্মবিশ্বাসের চূড়ায় মহাজোট। তেজস্বীর জনপ্রিয়তা আর যুব নেতৃত্বকে হাতিয়ার করে বিজেপি-জেডিইউ জোটকে সরাতে চাইছে তারা।
যদিও এনডিএ শিবির বলছে সম্পূর্ণ উল্টো কথা। দুই শিবিরই জয়ের সুর তুলেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দেবে EVM আর বিহারের জনতা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ—রাজনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে হাইভোল্টেজ সময়।