নিজস্ব সংবাদদাতা: চেন্নাইয়ে কর্তব্যরত চিকিৎসককে ছুরিকাঘাতের ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর বলেছেন, "একজন ডাক্তারের ওপর গুন্ডাদের দ্বারা আক্রমণ করার ঘটনা অত্যন্ত গুরুতর। এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। ডাক্তার, কর্তব্যরত চিকিৎসক যারা সরকারি হাসপাতালে তাঁদের কাজ করছেন তাঁদের রক্ষা করা উচিত। এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। তামিলনাড়ুতে সাধারণত এমন ঘটনা হয় না। এই ধরনের কাজকে গুরুত্ব সহকারে মোকাবিলা করা উচিত। আমি আশা করি যে স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা এটিকে খুব গুরুতর বিষয় হিসাবে বিবেচনা করবেন। "
#WATCH | Stabbing incident of a doctor on duty in Chennai | Congress MP Manickam Tagore says, "It's a very serious issue of a doctor being attacked by hooligans and it needs thorough investigation. Doctors, duty-bound doctors who are doing their job in government hospitals should… pic.twitter.com/z74nrwEfDf
— ANI (@ANI) November 13, 2024
চিকিৎসকের বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী বলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us