সংসদে বিতর্ক, দেশে উত্তেজনা—আর প্রধানমন্ত্রী বিদেশ সফরে! কটাক্ষ কংগ্রেসের

সংসদ যখন একাধিক বিষয়ে উত্তাল, তখন প্রধানমন্ত্রী বিদেশ সফরে। এভাবেই মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ

author-image
Tamalika Chakraborty
New Update
gaurab

নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনের ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক অধিকার ‘ভোটাধিকার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে গগৈ সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘পুরো দেশ আজ নির্বাচন কমিশনের উপর থেকে আস্থা হারাচ্ছে। নির্বাচন কমিশন যেন নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে—এটাই এখন স্পষ্ট হয়ে উঠছে।’’

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, যখন সংসদে অধিবেশন চলছে, গুরুত্বপূর্ণ আলোচনা চাওয়া হচ্ছে, সেই সময় দেশের প্রধানমন্ত্রী দেশের মাটিতে নেই—তিনি বিদেশ সফরে ব্যস্ত। গগৈ কটাক্ষ করে বলেন, “এটাই কি প্রধানমন্ত্রীর দায়িত্ববোধের পরিচয়? এমন সংবেদনশীল সময়ে তাঁর দেশের বাইরে থাকা এই বিষয়গুলির প্রতি তাঁর উদাসীনতা প্রকাশ করে।”

গৌরব গগৈ আরও দাবি করেন, “আজ দেশজুড়ে যেটা দেখা যাচ্ছে, সেটা আসলে আমরা আড়াই বছর আগেই অসমে দেখে ফেলেছিলাম। সেখানে সম্পূর্ণ রাজ্যজুড়ে সীমানা পুনর্বিন্যাস (delimitation) করা হয়েছিল বিজেপিকে লোকসভা ও বিধানসভা নির্বাচনে সুবিধা করে দেওয়ার জন্য।”

 Congress MP Gaurav Gogoi

তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ভোটারদের বিভাজন, এলাকা পুনর্বিন্যাস এবং নির্বাচন কমিশনের মনোনীত ভূমিকা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য ভয়ানক সংকেত।

গগৈর বক্তব্য ঘিরে নতুন করে দিল্লির রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছেন, কেন্দ্রীয় সরকার নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করছে এবং নির্বাচন কমিশন ‘নিরপেক্ষ রেফারি’ হয়ে উঠতে ব্যর্থ হচ্ছে।

এই মুহূর্তে দেশের রাজনীতিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, সীমানা পুনর্বিন্যাস ও প্রধানমন্ত্রীর বিদেশ সফর—তিনটি বিষয়েই চরম বিতর্ক জারি রয়েছে।