বিশ্বের মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে সরব ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল! তারমধ্যেই বিস্ফোরক মন্তব্য এই নেতার

কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, গত ৭০ বছরে পাকিস্তান কখনও এত দুর্বল ছিল না।

author-image
Tamalika Chakraborty
New Update
sandeep dikhist

নিজস্ব সংবাদদাতা: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই অব্যাহত রয়েছে।  অপারেশন সিঁদুর ও পহেলগাঁও হামলায় পাক যোগের প্রমাণ নিয়ে গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলিতে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল যাচ্ছে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, "অতীতেও প্রতিনিধিদল গিয়েছিল। তারা ভারতের পক্ষ তুলে ধরবে।  আমাদের জোর দেওয়া উচিত যাতে অন্যান্য দেশ পাকিস্তানের সঙ্গে  সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার বিষয়ে কথা বলে।  যদি তারা শান্তি চায় এবং যুদ্ধবিরতি অব্যাহত রাখতে চায় তবে তাদের (পাকিস্তান) সন্ত্রাসবাদ বন্ধ করা উচিত। পহেলগাঁও হামলার পর বিশ্বের বেশিরভাগ দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে এবং সন্ত্রাসবাদের সমালোচনা করেছে। বেশ কয়েকবার কংগ্রেস সাংসদ শশী থারুর খোলাখুলিভাবে ভারতের সরকারের নেওয়া পদক্ষেপকে সমর্থন করেছেন। কিন্তু বিষয় হল যুক্তিসঙ্গত প্রশ্নও জিজ্ঞাসা করা উচিত। গত ৭০ বছরে পাকিস্তান কখনও এত দুর্বল ছিল না।"

sashi tharoor editted .jpg