/anm-bengali/media/media_files/2025/10/28/congress-leader-aa-2025-10-28-11-44-14.png)
নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের SIR (Special Intensive Revision) শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়েছে। কংগ্রেস নেতা উদিত রাজ এবার বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরির নতুন ফর্মুলা’ তৈরির অভিযোগ তুললেন।
তিনি তীব্র ভাষায় বলেন, “বিজেপি ইতিমধ্যেই হরিয়ানা ও মহারাষ্ট্রে ভোট চুরির স্বাদ পেয়েছে। এবার তারা সেই একই খেলা খেলতে চায় বিহারে। কিন্তু আমি আশা রাখি, বিহারের মানুষ এবার তাদের যোগ্য শিক্ষা দেবে।”
উদিত রাজের দাবি, SIR আসলে ভোট কারচুপির এক নতুন উপায়, যা দেশজুড়ে বিরোধীদের ভোট কাটার জন্যই চালু করা হয়েছে। তাঁর কথায়, “এই প্রক্রিয়ায় তালিকা থেকে বিরোধীদের সমর্থকদের নাম বাদ দেওয়া হবে। বিজেপি দেশজুড়ে গণতন্ত্রকে বিকৃত করার নতুন পথ বের করেছে। SIR-এর মাধ্যমে নির্বাচনী কারচুপিকে বৈধ রূপ দেওয়ার চেষ্টা চলছে।”
বিহার-সহ বারোটি রাজ্যে SIR-এর দ্বিতীয় দফা শুরু হয়েছে। এই প্রক্রিয়াকে ঘিরেই বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভোটার তালিকা সংশোধনের নামে শুরু হতে পারে ‘ভোট চুরির রাজনীতি’।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/election-commission-a-2025-08-01-11-17-35.jpg)
অন্যদিকে, জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা যখন বলেন যে রাহুল গান্ধীর নেতৃত্বে হওয়া ‘ভোটার অধিকার যাত্রা’ তেমন প্রভাব ফেলবে না, তখন তাঁকে কটাক্ষ করে উদিত রাজ বলেন, “ওদের উচিত অপেক্ষা করা— হাইড্রোজেন বোমা পড়তে যাচ্ছে। রাহুল গান্ধীর যাত্রা যদি কোনও প্রভাবই না ফেলত, তাহলে ওরা এত চিন্তায় পড়ছে কেন?”
উদিত রাজের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা তৈরি করেছে। কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, SIR গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত এবং রাহুল গান্ধীর নেতৃত্বে তাঁদের আন্দোলন আগামী দিনে সারা দেশে প্রভাব ফেলবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উদিত রাজের এই মন্তব্য শুধু বিজেপির সমালোচনা নয়, বরং SIR প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছে। বিশেষ করে বিহার ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে এখন SIR-কে কেন্দ্র করে বিরোধী দলগুলির মধ্যে এক অদ্ভুত উদ্বেগ তৈরি হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us