রাজস্থানে স্কুলের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রত্যেক মৃত শিশুর পরিবারকে ১ কোটি টাকা দিক সরকার—দাবি কংগ্রেস নেতার

রাজস্থানে স্কুলের ছাদ ভেঙে পড়ায় মৃত্যু ৭ ছাত্রের, ধ্বংসস্তূপে আটকে আরও ৬০-এর বেশি শিশু, ক্ষোভে ফুঁসছে পরিবার ও স্থানীয়রা।

author-image
Tamalika Chakraborty
New Update
rajasthan school collapse

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের ঝালাওয়ার জেলায় শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল গোটা রাজ্য। পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ আচমকা ভেঙে পড়ে, আর তার নিচে চাপা পড়ে যায় স্কুলে উপস্থিত শিশু ছাত্রছাত্রীরা। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত সাত জন শিশুর মৃত্যু হয়েছে। আহত বহু শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুল চলাকালীন এই দুর্ঘটনা ঘটে, যখন অধিকাংশ শিক্ষার্থী ক্লাসরুমে বসেছিল। হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে ছাদ। স্থানীয় বাসিন্দারা প্রথমেই ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। পরে দমকল, এনডিআরএফ এবং প্রশাসনের আধিকারিকরাও পৌঁছান এবং উদ্ধারকাজ শুরু করেন।

rajasthan congress leader

ধ্বংসস্তূপ সরাতে ক্রেন ও অন্যান্য ভারী যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে। এখনও অবধি ৬০ জনেরও বেশি শিশু ধ্বংসস্তূপে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। রাজ্য শিক্ষাদপ্তরের পক্ষ থেকে পরে এই দুর্ঘটনায় সাত শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

এই ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের পরিবারগুলির কান্নায় ভেঙে পড়েছে এলাকা। স্থানীয় মানুষজন ও অভিভাবকরা প্রশ্ন তুলেছেন—স্কুলের ভবনের অবস্থা নিয়ে আগে কোনও পর্যালোচনা হয়নি কেন? এতদিন ধরে ভঙ্গুর ছাদের নিচে কেন ক্লাস চলছিল?

রাজস্থান কংগ্রেস নেতা প্রতাপ খাচারিয়াওয়াস এই মর্মান্তিক ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করে বলেন, "সরকারকেই এই মৃত্যুর দায় নিতে হবে। প্রতিটি মৃত শিশুর পরিবারের হাতে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।"

এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আপাতত সবার নজর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিশুদের দ্রুত উদ্ধারে।