সংখ্যাগরিষ্ঠতা নেই! এই রাজ্যে ভেঙে পড়ল বিজেপির সরকার

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপিন্দর এস হুডা বলেন, “কংগ্রেসের হরিয়ানায় ৪০ টিরও বেশি বিধায়কের সমর্থন রয়েছে। হরিয়ানায় ৩০ জন কংগ্রেস, ১০ বিজেপি, ৩ জন নির্দল বিধায়ক রয়েছেন এছাড়াও দুই বিধায়ক স্বতন্ত্র।"

New Update
sdfghj

নিজস্ব সংবাদদাতা:  হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপিন্দর এস হুডা বলেন,  “কংগ্রেসের হরিয়ানায় ৪০ টিরও বেশি বিধায়কের সমর্থন রয়েছে।  হরিয়ানায় ৩০ জন কংগ্রেস, ১০ বিজেপি, ৩ জন নির্দল বিধায়ক রয়েছেন এছাড়াও দুই বিধায়ক স্বতন্ত্র। জনমত কংগ্রেসের পক্ষে। মুখ্যমন্ত্রী (নায়াব সাইনি) হরিয়ানায় সংখ্যালঘু সরকার চালাচ্ছেন। আমরা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছি।”

Bhupinder Singh Hooda2.jpg

 

 tamacha4.jpeg