নিজস্ব সংবাদদাতা: একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা বলেছেন, "গত ৪৫ বছরের মধ্যে আজ বেকারত্বের হার সবচেয়ে বেশি। প্রত্যেকেই তাঁদের সন্তানদের সর্বোত্তম শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। যেমন মুদ্রাস্ফীতি ক্রমবর্ধমান, শিক্ষা এবং এমনকী মৌলিক সুযোগ-সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়েছে এখন। যখন সাধারণ মানুষ সরকারি পোস্টের জন্য পরীক্ষা দেন, তখন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়।সরকার (বিজেপি) অগ্নিবীর প্রকল্পের মতো স্কিম নিয়ে আসে। এই সরকার মানুষকে কর্মসংস্থান দেওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে।"
/anm-bengali/media/media_files/CrYdR05DQG6zV0DLNmj0.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
সরকার মানুষকে কর্মসংস্থান দেওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে!
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা বলেছেন, "গত ৪৫ বছরের মধ্যে আজ বেকারত্বের হার সবচেয়ে বেশি। প্রত্যেকেই তাঁদের সন্তানদের সর্বোত্তম শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। "
নিজস্ব সংবাদদাতা: একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা বলেছেন, "গত ৪৫ বছরের মধ্যে আজ বেকারত্বের হার সবচেয়ে বেশি। প্রত্যেকেই তাঁদের সন্তানদের সর্বোত্তম শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। যেমন মুদ্রাস্ফীতি ক্রমবর্ধমান, শিক্ষা এবং এমনকী মৌলিক সুযোগ-সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়েছে এখন। যখন সাধারণ মানুষ সরকারি পোস্টের জন্য পরীক্ষা দেন, তখন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়।সরকার (বিজেপি) অগ্নিবীর প্রকল্পের মতো স্কিম নিয়ে আসে। এই সরকার মানুষকে কর্মসংস্থান দেওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে।"