বিজেপি-আরএসএস...সংখ্যাগরিষ্ঠতা পেলেই সংবিধান পরিবর্তন!

বিজেপি ও আরএসএসকে নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে।

New Update
ক্লক

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের জঞ্জগির-চম্পায় একটি জনসভায় কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন, "প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর লোকেরা আমাদের ৪০০+ সংখ্যাগরিষ্ঠতা দিন, কেন? গরিব মানুষ, তফসিলি উপজাতি বা অনগ্রসর শ্রেণির সুবিধার জন্য নয়। কৃষক সহ এই সমস্ত সম্প্রদায়ের অধিকার শেষ করার জন্য। তাদের (বিজেপি ও আরএসএস) লোকেরা বলে আসছে যে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তবে তারা সংবিধান পরিবর্তন করবে। গত পরশু আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন যে তারা সংবিধান পরিবর্তন করবেন না বা সংরক্ষণ শেষ করবেন। উনি কেন এমন বললেন, ওঁরা যদি এই বিষয়গুলো (সংবিধান পরিবর্তন ও সংরক্ষণের অবসান) কথা না বলতেন, তাহলে এই প্রসঙ্গটা উঠে আসত না।" 

ক্লকনব