গণকবর মামলায় সামনে আসছে বিস্ফোরক তথ্য –গোপন সাক্ষী থেকে হয়ে উঠল অভিযুক্ত

কর্ণাটকের গণকবর মামলায় গোপন সাক্ষীকেই SIT নিজেদের হেফাজতে নিল।

author-image
Tamalika Chakraborty
New Update
police

নিজস্ব সংবাদদাতা: ধর্মস্থলার কথিত গণকবর মামলায় তদন্ত চালাচ্ছে বিশেষ তদন্ত দল (SIT)। সেই মামলার মূল অভিযোগকারী এবং একসময় সাক্ষী সুরক্ষা প্রোগ্রামের অধীনে থাকা ব্যক্তি সিএন চিন্মাইয়া-কে এবার আটক করেছে SIT। মাণ্ড্য জেলার চিক্কাবেল্লির বাসিন্দা চিন্মাইয়া অভিযোগ দায়েরের সময় মুখ ঢেকে হাজির হওয়ায় তিনি পরিচিত হয়েছিলেন “মাস্ক ম্যান” নামে।

বুধবার সারাদিন জেরা করার পর চিন্মাইয়াকে আদালতে পেশ করা হয়। তদন্তে তিনি নাকি একাধিক ব্যক্তির নাম প্রকাশ করেছেন এবং আগেই প্রমাণ হিসেবে যে মানবদেহের কঙ্কাল হাড় জমা দিয়েছিলেন, তা-ও SIT-এর হাতে তুলে দেন।

police

এখন তদন্তকারীরা তাঁর দেওয়া তথ্য যাচাই করতে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করার দিকে জোর দিচ্ছেন। SIT ইতিমধ্যেই তাঁর শিক্ষাগত নথি জব্দ করেছে। সেখানে দেখা গেছে তাঁর জন্মতারিখ ১৯ জুন, ১৯৮০, তবে একটি স্কুলের রেকর্ডে লেখা আছে জন্মতারিখ ১৬ জুন, ১৯৮০। আরও জানা গেছে, ১৯৮৬ সালের ২ জুন তিনি মাণ্ড্যার সরকারি হায়ার প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয়েছিলেন।