/anm-bengali/media/media_files/2025/07/04/college-student-2025-07-04-13-33-25.jpg)
নিজস্ব সংবাদদাতা: বারাণসীর মিরজামুরাদ এলাকায় এক কলেজছাত্রীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে একটি হোটেলের ঘরে, যেখানে ২২ বছর বয়সী এম.এসসি পড়ুয়া আলকা বিন্দের মরদেহ উদ্ধার হয়েছে। আলকা বসমতী দেবী সংকটাপ্রসাদ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রীর (বায়োলজি) ছাত্রী ছিলেন। কলেজটি ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত।
বুধবার সকালে আলকা তাঁর মেহনদিগঞ্জের বাড়ি থেকে কলেজে পরীক্ষার উদ্দেশ্যে রওনা দেন বলে পরিবারের সদস্যদের জানান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার পুলিশকে খবর দেয় এবং খোঁজ শুরু করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে হোটেল বিধান বসেরা ধাবার পিছনের একটি ঘর থেকে আলকার নিথর দেহ উদ্ধার হয়। ওই হোটেলটিও কলেজ চত্বরের কাছেই অবস্থিত। কীভাবে এবং কারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত।
ঘটনার তদন্তে নেমেছে মিরজামুরাদ থানার পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ, ফোন কল ডিটেলস সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। আলকার পরিবার ও সহপাঠীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছে তদন্তকারী দল।