বরেলিতে যেমন লাঠি খেয়েছ, আবারও খাবে—কঠোর হুঁশিয়ারি যোগীর

বরেলির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।

author-image
Tamalika Chakraborty
New Update
yogi

নিজস্ব সংবাদদাতা: রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বালরামপুরে এক জনসভায় সাম্প্রতিক বরেলির সহিংসতার তীব্র সমালোচনা করেন। তিনি সতর্ক করে দেন, যেকোনো ধরনের অরাজকতায় এবার কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।

যোগী জানান, বরেলির সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জে দুষ্কৃতীরা যেমন শাস্তি পেয়েছিল, ভবিষ্যতে আবার এমন সহিংস বিক্ষোভ হলে সবার একই পরিণতি হবে। তার ভাষায়, “কিছু ব্যক্তিকে রাজ্যের পরিবেশ নষ্ট করতে দেওয়া যাবে না। এরা সেই মানুষ, যারা একসময় দুর্নীতিগ্রস্ত সরকারগুলোর সঙ্গে মিলে উত্তরপ্রদেশকে পরিচয়ের সংকটে ঠেলে দিয়েছিল। তাদের জন্য কোনো বিনিয়োগ বা উন্নয়ন আসেনি।”

yogi tkl1.jpg

তিনি আরও বলেন, “এখন তারা নতুন কৌশল নিচ্ছে। কিন্তু মনে রাখা উচিত—আমরা তাদের ধারণার থেকেও বেশি প্রস্তুত। বেরেলির মতো আবারও তাদের লাঠির স্বাদ দেওয়া হবে।”

“I love Muhammad” লেখা পোস্টার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, “এ ধরনের বোকামি করে তারা শুধু শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করছে।”