/anm-bengali/media/media_files/uUXqwxn2u2bZYyjPoIhF.jpg)
নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী প্রচারে অংশ নিতে মধ্যপ্রদেশে গিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং। সেখানে তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত G-20 সম্মেলন সারা বিশ্বে ভারতকে নতুন পরিচয় দিয়েছে।'
মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, 'প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত G-20 শীর্ষ সম্মেলন সারা বিশ্বে ভারতকে একটি নতুন পরিচয় দিয়েছে। ভারতের সংস্কৃতি এবং বৈচিত্র্য সমগ্র বিশ্বের কাছে পৌঁছেছিল। প্রায় ২০০টি শহরে G-20-এর অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়। উত্তরাখণ্ডেও G-20-এর তিনটি অনুষ্ঠান পরিচালিত হয়েছিল।' প্রসঙ্গত, ২০২৩ সালে G-20 সম্মেলন ভারতে অনুষ্ঠিত হয়।
#WATCH | Indore, Madhya Pradesh: While addressing a public meeting, Uttarakhand CM Pushkar Singh Dhami says, "...The G 20 summit that was held under the leadership of PM Modi has given India a new identity in the whole world... India's culture and diversity were seen by the whole… pic.twitter.com/TbHWD6fOHq
— ANI (@ANI) November 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us