তেলেঙ্গানা থেকে ফিরেই সংক্রমণে কাবু দেশের প্রধান বিচারপতি! দিল্লির হাসপাতালে ভর্তি

গুরুতর সংক্রমণ, দিল্লির হাসপাতালে ভর্তি দেশের প্রধান বিচারপতি।

author-image
Tamalika Chakraborty
New Update
br r gavai

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানা সফর সেরে দিল্লি ফিরে আচমকাই গুরুতর সংক্রমণে আক্রান্ত হন ভারতের প্রধান বিচারপতি (CJI) বিআর গাভাই। বর্তমানে তিনি দিল্লির এক হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও সর্বোচ্চ আদালতের সূত্র বলছে, বিচারপতি গাভাই এখন স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সম্ভবত এক-দু’দিনের মধ্যেই তিনি পুনরায় দায়িত্বে ফিরতে পারেন।

সূত্রের খবর অনুযায়ী, গত ১২ জুলাই প্রধান বিচারপতি বিআর গাভই হায়দ্রাবাদে অবস্থিত NALSAR University of Law-এ একটি সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি সমাবর্তন ভাষণ দেন। পাশাপাশি, ওই সফরে তিনি “বাবাসাহেব ডঃ বি. আর. আম্বেদকর – সংবিধান সভা – ভারতের সংবিধান” শিরোনামে একটি বিশেষ ডাক কভার এবং “ভারতের সংবিধানে শিল্প ও ক্যালিগ্রাফি” বিষয়ক একগুচ্ছ চিত্র পোস্টকার্ডও প্রকাশ করেন।

gavai

এই কর্মসূচি শেষ করে দিল্লি ফিরতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ফলে সোমবার সুপ্রিম কোর্টের কাজকর্মে তিনি অংশ নিতে পারেননি।

বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সুপ্রিম কোর্টের এই সংক্ষিপ্ত অধিবেশনকাল শেষ হল প্রধান বিচারপতির অনুপস্থিতিতেই।