ইদ ও নবরাত্রি একসঙ্গে! বিস্ফোরক মন্তব্য করলেন চিরাগ পাসওয়ান

ইদ ও নবরাত্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চিরাগ পাসওয়ান।

author-image
Tamalika Chakraborty
New Update
chirag paswannj.jpg

নিজস্ব সংবাদদাতা: ইদ ও নবরাত্রি একসঙ্গে পড়েছে। যার জেরে সারা দেশে নিরাপত্তার বলয় জোরদার করা হয়েছে।  কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেছেন, " নবরাত্রির সময় কে কোথায় নামাজ পড়বে, দোকান খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, এগুলো সবই অর্থহীন বিষয়। এই নিয়ে আলোচনা করার কোনও প্রয়োজন নেই। মানুষ তাদের রাজনীতির জন্য সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করে। আজ বড় বড় বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা করা উচিত। অন্তত রাজনৈতিক দলগুলোর অন্যের ধর্ম বা কারো ধর্ম নিয়ে মন্তব্য করা উচিত নয়। এটা ব্যক্তিগত বিশ্বাসের বিষয়।"

publive-image