/anm-bengali/media/media_files/Gsj429U0HFvE6htNvCwq.jpg)
নিজস্ব সংবাদদাতা: অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান জানালেন, “আমাদের লক্ষ্য একটাই— ১০০ শতাংশ সাফল্য অর্জন করা।” তিনি আরও বলেন, “আমরা কীভাবে ভুয়ো ও বিভ্রান্তিকর প্রচার থেকে দূরে থাকব এবং শুধুমাত্র উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব, সেই বিষয়েই মূলত আলোচনা হয়েছে।”
চিরাগের কথায়, “আমরা চাই দেশের প্রতিটি মানুষ জানুক, আমাদের রাজনীতি বিভাজনের নয়, উন্নয়নের। আমরা চাই উন্নত রাস্তা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা— এটাই হোক রাজনীতির আসল আলোচ্য বিষয়।”
রাজনৈতিক মহলে এই মন্তব্যকে দেখা হচ্ছে নতুন প্রজন্মের বিজেপি নেতৃত্বের আত্মবিশ্বাসী রণকৌশল হিসেবে। সূত্রের খবর, অমিত শাহ ও চিরাগ পাসওয়ানের বৈঠকে নির্বাচনী প্রচার কৌশল, জোট রাজনীতি ও রাজ্যভিত্তিক প্রার্থীপদ বণ্টন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চিরাগের এই “উন্নয়ন বনাম ভুয়ো প্রচার” বার্তা আসন্ন নির্বাচনের আগে বিজেপির জন্য এক গুরুত্বপূর্ণ স্লোগান হয়ে উঠতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us