নিজস্ব সংবাদদাতা: ১৪ এপ্রিল হরিয়ানায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেছেন, "প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে হরিয়ানায় আসছেন। দুটি বড় প্রকল্পের উদ্বোধন করবেন । প্রথমটি হবে হিসারে নির্মিত মহারাজা অগ্রসেন বিমানবন্দরের উদ্বোধন, যা মানুষের জন্য বিমান ভ্রমণকে সম্মানজনক করে তুলবে। দ্বিতীয়টি হবে যমুনা নগরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এই বিষয়ে, আমরা আজ একটি সভার আয়োজন করেছি।"
#WATCH | Rohtak | Haryana CM Nayab Singh Saini says, "Prime Minister is arriving in Haryana on April 14th on the occasion of Babasaheb Ambedkar's birth anniversary two fast track two big projects. First will be the inauguration of Maharaja Agrasen Airport constructed in Hisaar,… pic.twitter.com/eSqwj45ahm
— ANI (@ANI) April 5, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us