‘আমেরিকা জলে ভাসলে সমস্যা নেই, আমরা ভাসলে কেন এত প্রশ্ন?’ — মুখ্যমন্ত্রীর তত্ত্বে তোলপাড় রাজনীতি!

গুরুগ্রামে বৃষ্টিতে জলবন্দি পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
gurugram water logging

নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার গুরুগ্রামে টানা বৃষ্টির জেরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আর তারই মধ্যে ভাইরাল হয়ে উঠেছে একের পর এক ছবি — যেখানে ছোট ছোট শিশুদের রাস্তায় সাঁতার কাটতে দেখা যাচ্ছে। জলমগ্ন এই দৃশ্য দেখে যেমন সাধারণ মানুষ রসিকতা ও মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, তেমনি উঠে এসেছে গুরুগ্রামের পরিকাঠামোগত ব্যর্থতার নগ্ন চিত্র।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি মন্তব্য করেছেন এমন এক কথা, যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। শনিবার তিনি বলেন, ‘‘আমরা প্রকৃতির সঙ্গে কিছু করতে পারি না। যদি ভারী বৃষ্টি হয়, তাহলে ক্ষয়ক্ষতি হবেই।’’

তিনি আরও বলেন, ‘‘আমেরিকাকে দেখুন — তারা নিজেদের বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ বলে দাবি করে। কিন্তু তাদের ক্যালিফোর্নিয়া শহরেও তো জল জমে যায় ভারী বৃষ্টিতে।’’

new york.jpg

যদিও এই মন্তব্যে স্পষ্টতই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কটাক্ষ করেছেন সাইনি, তবে অনেকেই মনে করছেন তিনি মূল ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতে চাইছেন। গুরুগ্রামের দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং শহর পরিকল্পনার অভাব যখন নগ্নভাবে প্রকাশ্যে এসেছে, তখন মুখ্যমন্ত্রীর এমন 'প্রকৃতি অপরাধী' তত্ত্ব আদতে ব্যর্থতার দায় এড়ানোর প্রচেষ্টা ছাড়া কিছু নয় বলেই মনে করছেন বিরোধীরা।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিম ঘুরছে, যেখানে গুরুগ্রামকে ‘মিলেনিয়াম সিটি’ নয়, ‘মিনি ভেনিস’ বলে আখ্যা দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে— টেক হাবের দৌড়ে থাকা এই শহরের এমন বেহাল পরিকাঠামো কি শুধু প্রকৃতির দোষে?