/anm-bengali/media/media_files/o9As5npHWgkUxmIW1Jzv.jpg)
নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর ভোটার তালিকায় আচমকাই যুক্ত করা হয়েছে বিহার থেকে আসা প্রায় ৬.৫ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম — আর এই নিয়েই দেশজুড়ে তীব্র বিতর্কের ঝড়। কংগ্রেসের সিনিয়র নেতা পি. চিদম্বরম এই ঘটনাকে সরাসরি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ‘জনসংখ্যার কাঠামো বদলের পরিকল্পনা’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁর দাবি, এটা নিছক প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং ভোটে প্রভাব ফেলতে উদ্দেশ্যপ্রণোদিত ‘ক্ষমতার অপব্যবহার’।
এই ইস্যুতে শুধুমাত্র কংগ্রেস নয়, সরব হয়েছে ডিএমকে-ও। দলের প্রবীণ সাংসদ এ. রাজা প্রশ্ন তুলেছেন, ‘‘এই বিশেষ ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া এত গোপনে, এত চুপিসারে কেন চালানো হচ্ছে?’’
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/01/election-commission-a-2025-08-01-11-17-35.jpg)
অন্যদিকে বিজেপি এই অভিযোগকে ‘সস্তা ও হাস্যকর রাজনীতি’ বলে উড়িয়ে দিয়েছে। বিজেপির মুখপাত্র নারায়ণন তিরুপতি পাল্টা প্রশ্ন করেছেন, “যে ভোটারদের কংগ্রেস নিজেরাই ‘বিজেপি বিরোধী’ বলে দাবি করে, তাদেরই নাম কি আমরা তালিকায় যোগ করব? এটা কতটা যুক্তিযুক্ত?”
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি অদ্ভুত মিল— বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ, আর সেই একই সময়ে তামিলনাড়ুর ভোটার তালিকায় সেইসব পরিযায়ী শ্রমিকদের নাম যুক্ত হওয়া।
এই ঘটনার ফলে প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশন কি নিরপেক্ষ থেকে কাজ করছে? নাকি আড়ালে চলছে এক সুপরিকল্পিত ভোট কৌশল?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us