চার ধাম যাত্রায় থামার সঙ্কেত! মুখ্যমন্ত্রীর জরুরি ঘোষণা, বন্ধ বদ্রীনাথ হাইওয়ে

প্রবল বৃষ্টি ও ভূমিধসে বন্ধ চারধাম যাত্রা।

author-image
Tamalika Chakraborty
New Update
landslide   uttarakhand

নিজস্ব সংবাদদাতা: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। রাজ্যজুড়ে দুর্যোগের আবহে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো বহু প্রতীক্ষিত চার ধাম যাত্রা। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

প্রবল বৃষ্টিপাতের কারণে বদ্রীনাথ হাইওয়েতে নন্দপ্রয়াগ ও ভানারপানি সংলগ্ন পাহাড় থেকে ধস নেমে জমে থাকা ধ্বংসস্তূপের কারণে পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, টানা পাঁচদিন ধরে বন্ধ রয়েছে ইয়ামুনোত্রী হাইওয়ে। ওই রাস্তাও ধসে গিয়ে কাদামাটি ও পাথরে ঢাকা পড়ে গেছে। যার জেরে অন্তত দুই ডজন গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তহসিল ও জেলা সদর দপ্তরের সঙ্গে।

উত্তরকাশী জেলার সরবদিয়ার পাট্টি এলাকার অন্তর্গত আটটি গ্রামে রাস্তাঘাট ও হাঁটার পথ সম্পূর্ণ ভেঙে গেছে। স্থানীয় মানুষজনের দৈনন্দিন যাতায়াত একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। প্রশাসনের তরফে বিকল্প ব্যবস্থার চেষ্টা চললেও পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।

land1

অন্যদিকে, ঋষিকেশে কাওয়াড় যাত্রাকে সামনে রেখে রাস্তায় যেসব অবৈধ দখল ও নির্মাণ ছিল, তা সরানোর কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে দুর্যোগের আবহে সেই কাজও কিছুটা ব্যাহত হচ্ছে।

রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষকে পাহাড়ি এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।